শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / সারা দেশ / গোপালগঞ্জে হাত-পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যকে খুন **

গোপালগঞ্জে হাত-পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যকে খুন **

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে হাতপায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাকারিয়া ভূঁইয়া (৪০) নামের ওই ব্যক্তি।

নিহত জাকারিয়া গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া গ্রামের প্রয়াত আব্দুল মজিদ ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাকারিয়ার বড় ভাই গোলাম রব্বানী সাংবাদিকদের জানিয়েছেন, জাকারিয়া কাজুলিয়া ইউনিয়ন পরিষদের একজন সাবেক সদস্য। মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে জাকারিয়ার সঙ্গে পাশ্ববর্তী গোপীনাথপুর গ্রামের আদিল খাঁর বিরোধ চলে আসছিল।

তিনি জানান, এ বিরোধের জেরে মঙ্গলবার দুপুরে বাজুনিয়া গ্রামে জাকারিয়াকে রাস্তায় একা পেয়ে আদিল খাঁর লোকজন এলোপাতাড়ি কুপিয়ে ও হাতপায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই’শ বেড জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু ঘটে।

রব্বানী আরও জানান, খুলনা থেকে মৃতদেহ আসার পর তারা থানায় অভিযোগ করবেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস আলী বলেন, ঘটনার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়গুটি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *