বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

Headline :
চিলমারীতে নাশকতার অভিযোগে গ্রেফতার- ৪ চিলমারীতে ৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ নারী আটক কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি দুর্জয় গ্রেফতার চিলমারী সরকারী কলেজে নতুন অধ্যক্ষর যোগদান নৌডাকাতি রোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ গাজায় গণহত্যা বন্ধের দাবীতে কাউনিয়ায় মুখে কালো পতাকা ধারণ করে বিক্ষোভ মিছিল গাজায় গণহত্যার প্রতিবাদে চিলমারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল চিলমারী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সরঞ্জামসহ ৬ জুয়ারি গ্রেফতার  চিলমারীতে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫  পালিত

উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি চিলমারী নৌ-বন্দর-নাম মাত্র বন্দর থাকলেও নেই কোন কার্যক্রম **

আলমগীর হোসাইনঃ
কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদে নৌ-বন্দর পুনঃ প্রতিষ্ঠার উদ্বোধনের আড়াই বছর গত হলেও এখনো চালু হয়নি বন্দরটি। নাম মাত্র বন্দর থাকলেও নেই কোন কার্যক্রম, অদ্যবধি তেমন কোন কার্যক্রম না থাকায় জনমনে দেখা দিয়েছে নানান প্রশ্ন ।
জানা যায়, ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে চিলমারী নৌ-বন্দর প্রতিষ্ঠিত হয়। এই বন্দরের মাধ্যমে পণ্য সামগ্রী জাহাজে করে কলকাতা থেকে গোহাটি হয়ে আসামের ধুপড়ী পর্যন্ত পরিবহন করত। উপমহাদেশ বিভক্ত হওয়ার কারণে বন্দরের কার্যক্রম স্থগিত  হয়ে পড়ে। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী চিলমারীতে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ,খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম চিলমারী বন্দর পুনঃপ্রতিষ্ঠানের দাবী জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিলমারী নৌ-বন্দর পুনঃপ্রতিষ্ঠার ঘোষনা দেন। ওই সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান উপজেলার রমনা নৌ-ঘাটে নৌ-বন্দরের উদ্বোধন করেন। বন্দর প্রতিষ্ঠার কার্যক্রমের জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। জেলা পরিষদ পূর্ব থেকে জেলার সকল নৌ-ঘাট ইজারা দেয়াসহ পরিচালনা করে আসত। জেলা পরিষদ নদী-বন্দর ঘোষিত এলাকায় তাদের পল্টুন  স্থাপন করে ইজারাদার ঘাটের কার্যক্রম পরিচালনা করে আসছে। একই  স্থানে নৌ-বন্দর ও জেলা পরিষদের নৌ-ঘাটের কার্যক্রম পরিচালনা হওয়ায় জেলা পরিষদ ও নৌ-বন্দর কর্তৃপক্ষ বিআইডাব্লউটি‘ ’র মধ্যে দন্দের  সৃষ্টি হয়ে মামলা পর্যন্ত গড়ায়।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান আবারো ২০১৮ সালে ০৯জুন চিলমারী সফরে এসে নদী বন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন, চিলমারী নৌ-বন্দর প্রতিষ্ঠায় সব ধরনের সমস্যা সমাধান করে অতি শীঘ্রই বন্দর প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হবে। এর পরেই বন্দরের নিরাপত্তা রক্ষায় বন্দর পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলেও বন্দর প্রতিষ্ঠার তেমন কোন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার শাহ মো শামসুজ্জোহা বলেন, এ বছর বন্যায় চিলমারী উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার মানুষের কর্ম সংস্থানের  অভাব। চিলমারী নদীবন্দর চালু হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান  সৃষ্টি হবে। জরুরী ভিত্তিত্বে বন্দরটি চালুর করার ব্যাপারে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম বলেন, চিলমারী নদী বন্দর চালু হলে এখানে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হবে। চিলমারীর মানুষের বেকারত্ব দূর হবে। তিনি বন্দরের কার্যক্রম শুরু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, বিআইডাবিøউটিএ‘র পরিচালক (বন্দর) শফিকুল ইসলাম জানান, ডিপিপি প্রধানমন্ত্রীর নিকট জমা দেয়া আছে একনেকে অনুমোদন হলে বন্দর প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *