বৃহস্পতিবার , অক্টোবর ১০ ২০২৪
Home / সারা দেশ / ঢামেকে নবজাতককে রেখে চলে গেলেন মা-বাবা **

ঢামেকে নবজাতককে রেখে চলে গেলেন মা-বাবা **

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নবজাতক কন্যা শিশুকে রেখে চলে গেছেন বাবা-মা। শুক্রবার ভোরে ঢামেকে সিজারের মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। শনিবার সন্ধ্যা ৭টা থেকে হাসপাতালে ১০৬ নম্বর ওয়ার্ডের বেডে নবজাতক থাকলেও তার মা-বাবাকে খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে ২১১ নম্বর ওয়ার্ডে (নবজাতক বিভাগ) স্থানান্তর করেছে। বর্তমানে সে ওখানেই রয়েছে। শারীরিক ভাবে শিশুটি সুস্থ হচ্ছে।

হাসপাতালের ভর্তি রেজিস্ট্রার সূত্রে জানা গেছে, শিশুটির মায়ের নাম নাহার, বাবার নাম রাসেল। তাদের বাড়ি মিরপুরে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন জানান, শিশুটির যদি কোনও অভিভাবক না এসে সেক্ষেত্রে সমাজকল্যাণের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে ছোটমনি নিবাসে দিয়ে দেওয়া হবে। শিশুটি বর্তমানে নবজাতক বিভাগে ভর্তি রয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি জানার পর ওয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, সন্ধ্যার দিকে নবজাতকটির বাবা-মার মধ্যে ঝগড়া হয়। এরপর থেকেই তাদের আর দেখা যায়নি।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *