মজিবর রহমান, নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে ২নং রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্যাহ আল ওয়ালিদ মাসুমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ০৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখা।
উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদ রানা সরকারকে হত্যার উদ্দেশ্যে লোহার চেয়ার দ্বারা আঘাত করা এবং পরবর্তীতে ভয় ভীতি প্রদর্শন করায় অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। সরকার মনে করে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। তাই চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমুলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ যথাযত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হয়েছে। তা অবিলম্বে কার্যকর হবে। ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্যাহ আল ওয়ালিদ মাসুম এর মুঠোফোন ০১৭১৬৫৮৫৮৮২ নম্বরে একাধিকবার যোগাযোগ করে পাওয়াা যায়নি। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আল ইমরান সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন খুব শীঘ্রই ওই ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে সভা করে সর্বসম্মতিক্রমে তাদের মধ্য থেকে ১ জনকে দায়িত্ব দেয়া হবে।
জানা যায়, ৩১ জুলাই মাসিক সমন্বয় সভায় একটি প্রজেক্টের টাকা ফেরৎ যাওয়া নিয়ে মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকারকে রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ওয়ালীদ মাসুম অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে লোহার চেয়ার ছুড়ে মারেন। আত্মরক্ষায় মৎস্য কর্মকর্তা সরে গেলে তা জাইকার উপজেলা সমন্বয়কারী আতিকুরের বাম পায়ের হাটুর নিচে লেগে রক্তাক্ত জখম হয়। আবারো চেয়ারম্যান মাসুম অপর একটি চেয়ার নিয়ে মৎস কর্মকর্তার মাথায় আঘাত করতে উদ্যত হলে উপস্থিত সবাই তাকে নিবৃত্ত করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার এ ঘটনায় বাদী হয়ে ০১ আগস্ট রাত সাড়ে ৯টায় নাগেশ্বরী থানায় সরকারী কাজে বাঁধা প্রদান ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ওয়ালীদ মাসুম এর বিরুদ্ধে ৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬ ধারায় মামলা করেন।
Check Also
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …
বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা
আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …
চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন
আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …