ইখলাছ উদ্দিন রিয়াদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে চাঞ্চল্যকর মানিক হত্যা মামলায় চার ভাইসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম সোমবার সকালে এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১২ আসামিক বেকসুর খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-চার ভাই মানিক, বাদল, নয়ন ও সুজন এবং আলমগীর, মিজান, লোকমান, গিয়াস উদ্দিন, রহমত ও মামুন। মামলার বিবরণে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামের আব্দুর রশিদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আব্দুল হেকিমের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে ২০১১ সালে ৬ আগস্ট সকালে হেকিমের লোকজন প্রতিপক্ষের জমি দখল করতে যায়। এ সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে নিহত হন পালইকান্দা গ্রামের মৃত আবু সহিদের ছেলে মানিক মিয়া। এ ঘটনায় নিহতের ভাই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে একইদিন ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন।তদন্ত শেষে ২০১২ সালের ৮ মে ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলম কিবরিয়া। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে বিচার চলাকালে তিনজনের মৃত্যু হয়। একজন পলাতক আছেন। তাকে খালাস দেওয়া হয়েছে।