মোঃ মজিবর রহমান নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী হাসনাবাদ পাখিরহাট চ্যাতার ছড়া সার্বজনীন মৎস খামারের উদ্দ্যেগে এলাকাবাসীর মাছের চাহিদা পুরনের লক্ষে ১৭সেপ্টেম্বর মাছ বিতরন করা হয়েছে। উক্ত ছড়াটি দীর্ঘদিন থেকে এলাকার প্রভাবশালীরা অবৈধভাবে দখল করেছিল। কিন্তু হাসনাবাদ ইউপি‘র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান মিয়া,প্রভাষক মেহের আলী ও শাহজাহানের নেতৃত্বে আইনি লড়াইয়ে ছাড়াটি উদ্ধার করে প্রায় ৩০একর জমির উপর হাসনাবাদ চ্যাতার ছড়া সার্বজনীন মৎস খামার সমিতির ২৮০জন সদস্য মিলে এলাকার মানুষের মাছের চাহিদা পুরনের লক্ষে বিভিন্ন জাতের ৭লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত করে। ছড়াটির মাছ বড় হওয়ায় উক্ত সমিতির উদ্দ্যেগে মাছ উত্তোলন করে বিতরন করায় এলাকাবাসীর মাছের পুষ্টির চাহিদা পুরন হচ্ছে বলে জানা গেছে।