মোঃ মজিবর রহমান নাগেশ্বরী, প্রতিনিধি :
নাগেশ্বরীর রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্যাহ আল ওয়ালিদ মাসুম জেলহাজতে। জানা যায়, ৩১ জুলাই মাসিক সমন্বয় সভায় একটি প্রজেক্টের টাকা ফেরৎ যাওয়া নিয়ে মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকারকে রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ওয়ালীদ মাসুম অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে লোহার চেয়ার ছুড়ে মারেন। আত্মরক্ষায় মৎস্য কর্মকর্তা সরে গেলে তা জাইকার উপজেলা সমন্বয়কারী আতিকুরের বাম পায়ের হাটুর নিচে লেগে রক্তাক্ত জখম হয়। আবারো চেয়ারম্যান মাসুম অপর একটি চেয়ার নিয়ে মৎস কর্মকর্তার মাথায় আঘাত করতে উদ্যত হলে উপস্থিত সবাই তাকে নিবৃত্ত করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার এ ঘটনায় বাদী হয়ে ০১ আগস্ট নাগেশ্বরী থানায় সরকারী কাজে বাঁধা প্রদান ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল ওয়ালীদ মাসুম এর বিরুদ্ধে ৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬ ধারায় মামলা করেন। পরে চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। ১৭ সেপ্টেম্বর কুড়িগ্রাম আদালতে স্থায়ী জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মুঞ্জর করে জেল হাজতে প্রেরন করেন।