সাওরাত হোসেন সোহেল,চিলমারী (কুড়িগ্রাম) থেকেঃ
কুড়িগ্রামের চিলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা,সামাজিক দুরত্ব বজায় রাখা ও জনসমাবেশ ঠেকাতে পুলিশের অব্যাহত চেষ্টা।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে চিলমারী থানা পুলিশ শুরু থেকেই মাঠে রয়েছেন। এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলার থানাহাট বাজার,শরিফের হাট, জোড়গাছ বাজার ও রমনা বাজারসহ উপজেলার গুরুত্বপুর্ণ এলাকা মনিটরিং করেন। এসময় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ জনসমাবেশ করতে নিষেধ করেন।
এসময় তিনি সকল ধর্মালম্বীদের নিজ নিজ ধর্মের ইবাদত করার আহবান জানান।