সিরাজগঞ্জের শাহজাদপুরে সামাজিক দূরত্ব মেনে অসহায়দের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও শাহ মো. শামসুজ্জোহা।
বুধবার সকালে উপজেলার রুপবাটি ইউপির খেটে খাওয়া অসহায় দুস্থদের ঘরে ঘরে চাল, আলু, ডাল, তেল, লবণ এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
ইউএনও শাহ মো. শামসুজ্জোহা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া অনেকেই বেকার হয়ে পড়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্রদের খুঁজে বের করে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, রুপবাটি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম শিকদার ও স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।