মাহ্ফুজার রহমান মাহ্ফুজ,ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করােনা ভাইরাস সংক্রমন ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জরুরী প্রয়ােজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। এমন পরিস্থিতিতে সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দারিদ্র্য পীড়িত কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সংকটে থাকা এসব অসহায় মানুষকে সাধ্যমত সহায়তা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।
মেথর, মুচি, নাপিত, হােটেল শ্রমিক, দিনমজুর, প্রতিবন্ধী, রিক্সা ভ্যান, ঠেলাগাড়ি চালক, হতদরিদ্র শ্রেণির মানুষকে অগ্রাধিকার দিয়ে সাহায্য করছেন তিনি। ৬ এপ্রিল সােমবার সকাল সাড়ে ১০ টায় একতা উচ্চ বিদ্যালয়, পরে উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয় ও খড়িবাড়ী বাজারে তিনি ত্রাণ বিতরণ করেন। সরকারি বরাদ্দ এক মেট্রিকটন চাল বিতরণের পাশাপাশি নিজস্ব বরাদ্দ থেকে আরও এক মেট্রিকটন চাল বিতরণ করেছেন উপজেলার বিভিন্ন জায়গায়। চালের সাথে দেয়া হচ্ছে আলু, লবণ, তেল, সাবান প্রভৃতি জরুরী উপকরণ। এছাড়াও সমাজের সামর্থবানদের কাছ থেকে সহায়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তা বিতরণ করছেন তিনি। এজন্য প্রতিদিন উপজেলার বিভিন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ সময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরােধ করছেন তিনি। তার এ কার্যক্রমে সহায়তা করছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
গােলাম রব্বানী সরকার বলেন, দেশের এ সংকটের মুহূর্তে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মােতাবেক ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়াই হচ্ছে মূল কথা। সরকারি বরাদ্দ ও আমার সামর্থের মধ্যে যতটুকু সম্ভব করার চেষ্টা করছি। এর পাশাপাশি সামর্থবানদের কাছে হাত পেতে সাহায্য আনার চেষ্টা করছি। ইনশা আল্লাহ সকলের সমবেত প্রচেষ্টায় এ সংকট কাটিয়ে উঠবাে আমরা। এ সময় সামাজিক সচতনতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন তিনি।