কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে ঢাকা ফেরৎ এক যুবক (৩০) এর শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। এনিয়ে জেলার দুটি উপজেলায় ২জন রোগীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৪এপ্রিল) সন্ধ্যায় সনাক্ত হওয়া রোগীর বাড়িতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের লোকজন তার খোঁজ খবর নিচ্ছেন। প্রয়োজনে চিকিৎসার জন্য
তাকে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হবে।
এর আগে সোমবার রৌমারী উপজেলায় এক কিশোরের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পরে। আক্রান্ত ঐ কিশোরকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সকলকে নিরাপদে থাকতে হলে স্বাস্থ্য বিধি মেনে বাড়িতেই অবস্থান করতে হবে। অপরিচিতদের সঙ্গ এড়িয়ে চলার পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।