কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে নরসিংদী ও মুন্সীগঞ্জে ধান কাটতে যাবেন ৩৫ জন শ্রমিক।বৃহস্পতিবার(২৩ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসনের অনুমতিপত্র ও ডাক্তারী পরীক্ষার সনদ ৩৫জন শ্রমিকের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম।
জানা গেছে,করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়।ভূরুঙ্গামারী সদর ও বলদিয়া ইউনিয়নের ৩৫ জন শ্রমিক ধান কাটতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে আবেদন করে।শ্রকিকদের আবেদনের প্রেক্ষিতে নরসিংদীর ঘোড়শাল ও মুন্সিগঞ্জের শ্রীনগরে ধান কাটার জন্য শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় পাঠাবে উপজেলা প্রশাসন।