শনিবার , নভেম্বর ২ ২০২৪
Home / জাতীয় / অসহায় শিল্পীদের পাশে ডিপজল

অসহায় শিল্পীদের পাশে ডিপজল

পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। এর আগে অসহায় শিল্পী কলাকুশলীদের পাশে দাঁড়ালেন প্রযোজক ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাদের জন্য পাঠিয়েছেন খাদ্য সামগ্রী। ৩৫০ শিল্পী ও ১৫০ জন কলাকুশলীর জন্য এ সহযোগীতা করছেন। করোনায় বিরাজমান অবরুদ্ধ অবস্থায় এ উদ্যোগ নিয়েছেন ডিপজল।

বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে এফডিসির বিভিন্ন সমিতিতে খাবারের প্যাকেট পাঠিয়েছেন ডিপজল। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে খাবার সামগ্রী সংগ্রহ শুরু করেছেন অনেকেই। তবে যারা এফডিসিতে আসবেন না তাদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন ডিপজল। তিনি বলেন, ‘আমি আমার সাধ্যমতো সবার সঙ্গে থাকার চেষ্টা করে যাব। একটা কথা বলে রাখা ভালো আমি কাউকে ত্রাণ দিচ্ছি না। এগুলো আমার সহকর্মীদের জন্য রোজার উপহার।’

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত সারাবিশ্বে ২৭ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। তার মধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ।

About admin

Check Also

কাউনিয়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল …

চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস …

চিলমারীতে ১৭ দিন ধরে বিদ্যুৎ বিছিন্ন তিন গ্রামের সাড়ে তিনশ গ্রাহক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে বিদ্যুৎ বিছিন্ন হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *