শনিবার , নভেম্বর ২ ২০২৪
Home / স্বাস্থ্য / হৃদরোগ ইনস্টিটিউটে ৩০ জন করোনায় আক্রান্ত

হৃদরোগ ইনস্টিটিউটে ৩০ জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৩০ জন। এর মধ্যে ৮ জন রয়েছেন চিকিৎসক। এরই মধ্যে ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন নার্সকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার বলেন, এ হাসপাতালে রোগী থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ১০ জন রোগীর ধরা পড়ার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হতে শুরু করেন।

তিনি বলেন, মঙ্গলবার একজন চিকিৎসকের পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। এর আগে সাতজন চিকিৎসকের করোনা সংক্রমণ ধরা পড়ে।

গেল বুধবার এক রোগীর শরীরে করোনা ধরা পড়ার পর তার সংস্পর্শে আসা চিকিৎসকসহ অন্যদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এরপরই রিপোর্ট দেখে করোনার উপস্থিতি ধরা পড়ে।

বর্তমানে ১০৭ জনের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন চিকিৎসক এবং ৩৭ জন সেবিকা হোম কোয়ারেন্টিনে আছেন।

About admin

Check Also

কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ

আব্দুল কুদ্দুস বসুনিয়া,বিশেষ প্রতিনিধিঃ কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবার হারাগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে …

চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ১ জনের মৃত্যু

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামের এক …

কাউনিয়ার মোস্তাফিজুরের বাঁচার আকুতি

কাউনিয়া( রংপুর)আব্দুল কুদ্দুছ বসুনিয়া : কাউনিয়ার মোস্তাফিজুর রহমান (৩৫) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রায় দেড়বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *