হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধিঃ
রোজা রেখে অসহায় কৃষকদের ধান কাটলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এক দল ছাত্রলীগের নেতা কর্মী।
মঙ্গলবার(২৮ এপ্রিল) উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য রায়হান সিদ্দিক রুমো’ ও নাজমুল হাসান কনকন এর নেতৃত্বে উপজেলা চিরাং ইউনিয়নের বাট্রা ভাটিপাড়া, চংনোয়াগাও,বনপাড়ায় গ্রামের অসহায় কৃষকদের পাকা ধান কেটে দিলেন একদল ছাত্রলীগ নেতাকর্মী।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রায়হান সিদ্দিক রুমো’ বলেন,করোনা ভাইরাসের প্রভাবে দেশের এই ক্রান্তি লগ্নে কৃষকরা অসহায়।
তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে।
এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে আমরা কেন্দুয়া উপজেলা ছাত্রলীগ সাধ্যমত চেষ্টা করেছি অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে।
এ সময় ছাত্র লীগের এই নেতা অারো বলেন, অসহায় কৃষকদের জন্য অামাদের এই ধান কাটার কাজ ধারাবাহিক ভাবে অভ্যহত থাকবে।