মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী সংবাদদাতাঃ
করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে।কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে।দরিদ্র অসহায়দের অনেকেই নিতে পারছে চিকিৎসা সেবা।এসব অসহায়দের চিকিৎসা সেবা দিয়ে পাশে দাড়িয়েছেন স্হানীয় চিকিৎসক ডাঃ মোঃ এনামুল হক সরকার।
স্হানীয় ছাত্র সংগঠণ ZPS এর সকল সদস্যদের সহযোগীতায় ডাঃমোঃএনামুল হক সরকারের উদ্যোগে আজ(৩রা মে) রবি বার উপজেলার মধ্য বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত দরিদ্র অসহায়দের বিণামূল্যে চিকিৎসা সেবা ও অর্ধেক মূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
“ZPS ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২০ইং”এর প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।
বিশেষ অতিথি ছিলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, খয়বর আলী মিয়া ও মোছাঃ শামছুন্নাহার বেগম,সংরক্ষিত মহিলা সদস্য,বড়ভিটা ইউনিয়ন পরিষদ।
আরও উপস্হিত ছিলেন,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা,বড়ভিটা ইউনিয়ের সহকারী স্বাস্হ্য পরিদর্শক বিশ্বনাথ সরকার,উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক,বোস্তামী আলম লায়ন প্রমুখ।