রবিবার , নভেম্বর ১০ ২০২৪
Home / সারা দেশ / উলিপুরে হত্যার উদ্দেশ্যে গলাকাটা মামলার প্রধান আসামী কবিদুল আটক।

উলিপুরে হত্যার উদ্দেশ্যে গলাকাটা মামলার প্রধান আসামী কবিদুল আটক।

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার(ভাষাপাড়া) গ্রামের জেলানীর পুত্র মোঃ জাহেদুল ইসলাম(৩৫)কে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে গলাকাটা মামলার প্রধান আসামী একই এলাকার মৃত- কাশিম আলীর পুত্র মোঃ কবিদুল চোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৮ মে) দুপুরে উপজেলার দূর্গাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই বকুল খান একাই অভিযান চালিয়ে প্রধান আসামী কবিদুলকে গ্রেফতার করে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান,আটক আসামীকে শনিবার(৯ মে) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
উল্লেখ্য,গত ২মে শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে ওই ইউনিয়নের বাগচির খামার থেকে পালপাড়া গামী কাচা রাস্তার পার্শ্ববর্তী ধান ক্ষেতের একটি স্যালো ঘরের কাছে জাহেদুলকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত কবিদুল। এসময় কবিদুল ও তার সংগীয়রা জাহেদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে গলাসহ শরীরে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক জখম করে।আহতের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত কবিদুল পালিয়ে যায়।পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় জাহেদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে হাসপাতালে রেফার্ড করেন।এঘটনায় গত ৪মে আহতের স্ত্রী বাদী হয়ে কবিদুল সহ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

About admin

Check Also

চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রত্যাশা প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,  ” শিশুর শৈশবকে রক্ষা করি, ভালোবাসায় ও যত্নে গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে …

চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার …

কাউনিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে খাদ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *