শনিবার , নভেম্বর ২ ২০২৪
Home / ধর্ম / খুলে দেয়া হচ্ছে মসজিদে হারাম ও নববী

খুলে দেয়া হচ্ছে মসজিদে হারাম ও নববী

করোনা সংক্রমণ প্রতিরোধে বন্ধ থাকা মসজিদে হারাম (মক্কা) ও মসজিদে নববী (মদিনায়) খুলে দেয়া হচ্ছে। জীবাণুমুক্ত প্রযুক্তি মেশিন ব্যবহারের মধ্যদিয়ে শিগগিরই পূর্বের অবস্থা ফিরে পাচ্ছে মুসলিম বিশ্বের স্মৃতিবিজড়িত এই দুই মসজিদ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) দুই মসজিদের প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি প্রযুক্তি মেশিনের উদ্বোধন করেন। নতুন এই প্রযুক্তি সফল হলে এ দুই মসজিদ খুলে দেয়া হবে বলে জানান তিনি।

ড. আব্দুর রহমান আস-সুদাইসি জানান, ‘সেল্ফ ইস্টিরাইলিজেশন’ বিষয়টি যদি সফল হয় তাহলে সকল প্রবেশ পথে এই জীবাণুমুক্ত প্রযুক্তি ব্যবহার করা হবে। যাতে করে সহজেই করোনা রোগী শনাক্ত করা সম্ভব হয়।’

মক্কায় মসজিদুল হারামে প্রবেশ পথে বসানো হবে করোনা শনাক্তকরণ এ মেশিন। কোন ব্যক্তি ভেতরে ঢুকতে চাইলে এর মাঝ দিয়ে ঢুকতে হবে তাকে এবং জীবাণুমুক্ত হয়ে ভিতরে প্রবেশ করতে হবে।

প্রথম দফায় পরীক্ষা সফল হলে, সকল প্রবেশ পথে মেশিনটি ব্যবহার করা হবে।

About admin

Check Also

কাউনিয়ায় বার্ষিক হাজী সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর)থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া: কাউনিয়া উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার বার্ষিক হাজী সমাবেশ …

সৌদি আরবে আজ হজ শুরু, কাবা ঘিরে বিশাল জনসমাগম

সৌদি আরবের গ্রীষ্মের প্রখর গরম আবহাওয়া উপেক্ষা করে বিগত বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় হজের আনুষ্ঠানিক …

তাজিয়া মিছিলে বর্শা, বল্লম, ছুরি, কাঁচি, তরবারি নিষিদ্ধ

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *