করোনা সংক্রমণ প্রতিরোধে বন্ধ থাকা মসজিদে হারাম (মক্কা) ও মসজিদে নববী (মদিনায়) খুলে দেয়া হচ্ছে। জীবাণুমুক্ত প্রযুক্তি মেশিন ব্যবহারের মধ্যদিয়ে শিগগিরই পূর্বের অবস্থা ফিরে পাচ্ছে মুসলিম বিশ্বের স্মৃতিবিজড়িত এই দুই মসজিদ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) দুই মসজিদের প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি প্রযুক্তি মেশিনের উদ্বোধন করেন। নতুন এই প্রযুক্তি সফল হলে এ দুই মসজিদ খুলে দেয়া হবে বলে জানান তিনি।
ড. আব্দুর রহমান আস-সুদাইসি জানান, ‘সেল্ফ ইস্টিরাইলিজেশন’ বিষয়টি যদি সফল হয় তাহলে সকল প্রবেশ পথে এই জীবাণুমুক্ত প্রযুক্তি ব্যবহার করা হবে। যাতে করে সহজেই করোনা রোগী শনাক্ত করা সম্ভব হয়।’
মক্কায় মসজিদুল হারামে প্রবেশ পথে বসানো হবে করোনা শনাক্তকরণ এ মেশিন। কোন ব্যক্তি ভেতরে ঢুকতে চাইলে এর মাঝ দিয়ে ঢুকতে হবে তাকে এবং জীবাণুমুক্ত হয়ে ভিতরে প্রবেশ করতে হবে।
প্রথম দফায় পরীক্ষা সফল হলে, সকল প্রবেশ পথে মেশিনটি ব্যবহার করা হবে।