৭ মে বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে একজন সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আরাজি সিংপাড়ার- বয়স ১৮, একজন হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের-বয়স ২০ ও একজন রাণীশংকৈলের বন্দর এলাকার-বয়স ৪৮। ৩ জনই পুরুষ। হরিপুর ও রাণীশংকৈলের আক্রান্ত ২ জন কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছিলেন।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ৬ মে মঙ্গলবার ২৪ জনের ও ৭ মে বৃহস্পতিবার ২৬ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত পাঠানো হয়েছে মোট ৭৫৪ জনের নমুনা। ঠাকুরগাঁওয়ে আরও ৩ জনের পজিটিভ, মোট ২৪ জন আক্রান্ত।