মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
করোনাভাইরাস কোভিড-১৯ এর মহামারীতে জনজীবনে নেমেছে চরম বিপর্যয়। সাধারন মানুষ হয়ে পড়েছে কর্মহীন ও অসহায়।অর্থাভাবে অসহায়দের অনেকেই নিতে পারছে না ধান কাটা শ্রমিক।ফলে তাদের স্বপ্নের সোনালি ফসল তারা ঘরে তুলতে পারছে না। একদিকে অর্থ সংকট অন্যদিকে জমির পাকা ধান ঝরে পরার উপক্রম।চরম হতাশায় ভুগছেন এসব প্রান্তিক অসহায় কৃষক।
আর বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা, মানবতার জননী,জননেএী শেখ হাসিনা অসহায়দের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কণ্যার নিদর্শনা মেনে ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা ধারাবাহিক ভাবে অসহায়দের পাশে থেকে করোনা পরিস্হিতি মোকাবিলা করে আসছে।রোজা পালনের মধ্যেও তারা অব্যাহত রেখেছেন অসহায়দের সেবা কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় আজ ১১মে সোমবার উপজেলার বালাটারি গ্রামের ষাট বছর বয়সের এক গরীব, দুঃস্থ কৃষকের ৪০ শতক জমির ধান কেটে মাড়াই করে দিল ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের মোঃ আনোয়ারুল কবির রুবেল , সিরাজুল ইসলাম সেরা,মিজানুর রহমান,টুটুল, হামিদুল ইসলাম, মুসাদিকুজ্জাসান রুবেল, মমিন ইসলাম সজল পোদ্দার , মাসুদ রানা, আনিছুর রহমান আকাশ, রাবু ব্যাপারী, লোকমান হোসেন, শামীম মিয়া প্রমুখ।