কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারির থাবায় বাংলার এক শ্রেণীর মানুষ কর্মহীন হয়ে আজ বেকার দিন কাটাচ্ছে। দিশেহারা কর্মহীন রোজাদার পরিবারের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ করে যাচ্ছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিনের লক্ষ্মীপুর ছমিউল্লাহ পাড়ার কৃতিসন্তান বাংলার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুল আওয়াল। তিনি তার নিজ এলাকা সহ পার্শবর্তী এলাকায় প্রতিদিন ৫০ টি কর্মহীন পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করছেন। সম্প্রতি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া আশ্রয়ণ কেন্দ্রের ১৩০টি পরিবারের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, সোলা বুট, বুইন্দা,আলুর চপ,বেগুনী, আলুর পুড়ি, ডালের ভড়া, মরিচ ভাজা ও সালাত। বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আওয়াল বলেন, পুরো রমজান মাস জুড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন। মানব সেবা যাহার প্রাণ, সে কি নিরব থাকতে পারে মানবের দূর্দিনে ? তাইতো তিনি তার সেবার মানষিকতা থেকে কর্মহীন মানুষের পাশে কিছু ইফতার সামগ্রী দিয়ে পাশে দাড়িয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছেন। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।