মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের কর্মহীন, দরীদ্র,অসহায় মানুষের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়েছে।
২০মে বুধবার সকাল ৯ টা হতে অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ টি ওয়ার্ডের ৪৫০ জন কর্মহীন, দরীদ্র,অসহায় মানুষের মাঝে জি আর প্রকল্পের আওতায় জন প্রতি ১০ কেজি করে মোট ৪ দশমিক ৫০০ মেট্রিকটন চাল ও ১টি করে মিষ্টি কুমড়া বিতরণ করা হয়েছে।
এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ৪নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া, ইউপি সদস্য উজির উদ্দিন ব্যাপারী, আলহাজ্ব আব্দুল হামিদ মিয়া,মজিবর রহমান প্রামানিক, মিজানুর রহমান দুলু এবং অত্র ইউনিয়ন পরিষদ সচিব বাবুল হোসেন।
খাদ্য সহায়তা নিতে আসা মানুষদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইউনিয়নটির চৌকিদারদের নির্দেশ দেন চেয়ারম্যান খয়বর আলী মিয়া।পাশাপাশি তিনি প্রত্যেককে করোনা মোকাবিলায় সচেতন থাকার কথা বলেন এবং সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।