সূত্র হীন জীবন
তুলোশী চক্রবর্তী____
বিকট প্যাঁচানো গণিতের সমস্যা
তারো সঠিক সমাধান হয়
সূত্রে বাঁধা জীবন তাদের
তাই সমাধান ভয়হীন সুখময়,
আমার সমস্যার দরকার শুধু কিছু উত্তর
যেমন হ্যা অথবা না,
বেঁচে থাকতে হয়তো
এ উত্তর আমি পাবোনা,
সূত্রে তো পরেনি বাঁধা আমার জীবন
তাইতো সমস্যা রয়ে যাবে আমরন,
সূত্রহীন আমার এ জড়াজীর্ণ জীবন
হবেনা মৃত্যুতেও সমস্যার সমাপন।