বুধবার , নভেম্বর ৬ ২০২৪

সূত্র হীন জীবন

           তুলোশী চক্রবর্তী____

বিকট প্যাঁচানো গণিতের সমস্যা
তারো সঠিক সমাধান হয়
সূত্রে বাঁধা জীবন তাদের
তাই সমাধান ভয়হীন সুখময়,

আমার সমস্যার দরকার শুধু কিছু উত্তর
যেমন হ্যা অথবা না,
বেঁচে থাকতে হয়তো
এ উত্তর আমি পাবোনা,

সূত্রে তো পরেনি বাঁধা আমার জীবন
তাইতো সমস্যা রয়ে যাবে আমরন,

সূত্রহীন আমার এ জড়াজীর্ণ জীবন
হবেনা মৃত্যুতেও সমস্যার সমাপন।

About admin

Check Also

(গান) না-না-না তুলোশী চক্রবর্তী ____________ না-না-না,মিটে না গো মিটে না তারে দেখার সাধ আমার মিটেনা, …

নববর্ষে আজ সারাদিন-নাদিয়া ইসলাম

কবিতার নাম:নববর্ষে আজ সারাদিন চৈত্র শেষে বৈশাখ এল, কালবৈশাখী ঝড় এসে সব লন্ডভন্ড করলো। কালো …

আতঙ্ক করোনা ভাইরাস                তানজির হোসেন সুমন মরণ ব্যধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *