মোঃ রাসেল হোসাইন, বরগুনা প্রতিনিধি:
আমাদের বরগুনা জেলা প্রতিনিধি মোঃ সোহরাফ হোসেন জানিয়েছেন, বরগুনায় ত্রানের চাল চুরিসহ নানা অনিয়মের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন একটি ইউনিয়নের সকল পুরুষ ইউপি সদস্যরা। রবিবার বেলা ১২ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। এ সময় লিখিত বক্তব্যের মাধ্যমে ১২ টি অভিযোগ তুলে ধরেন তারা, যার মধ্যে রয়েছে চেয়ারম্যান ফিরোজ জনপ্রতিনিধি থাকা অবস্থায় আমতলী সরকারী কলেজে শিক্ষকতা করছেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প দিয়ে নিজ বাড়ির রাস্তা ও পুকুরের ঘাটলা নির্মান করেছেন, এছাড়া জেলেদের চাল,বয়স্কভাতা,টিআর,কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে রেজুলেশনে ইউপি সদস্যদের জোর করে স্বাক্ষর নিয়ে অনিয়ম দূর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন।
Attachments area