দেশের বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিলেট ও সুনামগঞ্জ জেলার আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে দেশের সব নদী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে।
আগামী ২৪ ঘন্টায় যমুনা নদীর ফুলছড়ি ও-বাহাদুরাবাদ পয়েন্টে এবং ৪৮ ঘন্টায় সারিয়াকান্দী কাজীপুর ও সিরাজগঞ্জ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে।
সুরমা নদী, কানাই ঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে এবং সারি গোয়াইন নদীর বিপদসীমা আগামী ২৪ ঘন্টায় অতিক্রম করতে পারে।
তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অব্যাহত থাকতে পারে এবং নদীর বিপদসীমার উপর এ
অবস্থান করতে পারে।
কুড়িগ্রাম, গাইবান্ধা ,লালমনিরহাট, নীলফামারী, সিলেট ও সুনামগঞ্জ জেলার আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৮ টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ২৮ টি পানি সমতল স্টেশনের।অপরিবর্তিত রয়েছে ৫ টির।