শনিবার , নভেম্বর ২ ২০২৪
Home / সারা দেশ / চিলমারীতে মাদক, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত করতে এবং করোনা ভাইরাস সচেতনতায় উঠান বৈঠক

চিলমারীতে মাদক, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত করতে এবং করোনা ভাইরাস সচেতনতায় উঠান বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চিলমারী মডেল থানার উদ্যোগে মাদক, জঙ্গি বাল্যবিবাহ মুক্ত করতে এবং করোনা ভাইরাস সচেতনতায় এলাকায় এলাকায় উঠান বৈঠক করছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
সোমবার সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ পুরাতন কার্যালয়ের সামনে জনগনের মাঝে উঠান বৈঠক করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম ও উক্ত ইউনিয়নের বিট পুলিশিং অফিসার এসআই আলমাস হোসেন।
উঠান বৈঠকে বর্তমান পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ওসি আমিনুল ইসলাম। চিলমারীকে আধুনিকায়ন করতে হলে মাদক, জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত করতে হবে। সেই সঙ্গে মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা মূলক আলোচনা করেন।

ওসি আমিনুল ইসলাম নিজেই উঠান বৈঠকে উপস্থিত থেকে মাদক, জঙ্গি বাল্যবিবাহ মুক্ত করতে এবং করোনায় সচেতনতা বৃদ্ধি কল্পে বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, কুড়িগ্রামের নির্দেশনায় উঠান বৈঠক চলমান রেখেছেন।

About admin

Check Also

কাউনিয়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল …

চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস …

চিলমারীতে ১৭ দিন ধরে বিদ্যুৎ বিছিন্ন তিন গ্রামের সাড়ে তিনশ গ্রাহক

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে বিদ্যুৎ বিছিন্ন হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *