ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ননএমপিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রনোদণা প্যাকেজের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(৭ই জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলার ২৭টি ননএমপিও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষকের মাঝে পাঁচ হাজার করে ও ৯০ জন কর্মচারীর মাঝে আড়াই হাজার করে টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহবুব লিটুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ।