ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারীতে আরো ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।আক্রান্ত ৫ জনের মধ্যে ৩ জনই একই বাড়ির।পূর্বে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর স্বামী,সন্তান ও তাদের বাড়িতে থাকা একজন আত্নীয়।অপর দুই জনের একজন ইউএনও মহোদয়ের অফিসের অপর জন উপজেলা পরিষদের স্টাফ।এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাড়াল ২৪ এ।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা এএসএম সায়েম আজ (১২জুলাই) রাতে জানান,গত ০৬/০৭/২০ তারিখে সংগ্রহ করা ০৭ জনের নমুনার মধ্যে ০৫ জনই পজিটিভ।আক্রান্ত ব্যক্তিরা এখন সবাই ভালো আছেন। তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো এবং বর্তমানে উপসর্গ বিহীন
বলে জানা গেছে।তিনি আরও বলেন,গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আরেক ব্যক্তির ফলাফল পজিটিভ এসেছে। তিনিও ভালো আছেন বলে জানিয়েছেন।