আখিঁ আকতার,স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দিতে এমপির সেচ্ছাধীন তহবিল থেকে নগদ অর্থ বিতরন। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়নের প্রতিরক্ষা মন্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.)সুবিদ আলী ভূঁইয়ার সেচ্ছাধীন তহবিল থেকে ৪২ জনকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করেন৷ উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সেলিম শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, সাবেক মেঘনা উপজেলার চেয়ারম্যান আব্দুল সালাম, ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, কুমিল্লা উওর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেচ্ছা জেবু ও সাধারন সম্পাদক লায়লা হাসান প্রমূখ ৷ অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপন করেন৷