কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মুজিব বর্ষ উপলক্ষে রাষ্ট্র প্রধান শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশব্যাপী ১ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি ও সারাদেশের মানুষ কে উৎসাহিত করতে আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় রাজারহাট উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও বনবিভাগ রাজারহাটের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
উপজেলা চেয়ারম্যান বাপ্পি এসময় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপন করেন।
এ সময়ে উপজেলা চেয়ারম্যান বাপ্পি জানান, মুজিব বর্ষে আহ্বান লাগাই গাছ বাড়াই বন।
এসময় ভাইস চেয়ারম্যান সাবু মন্ডল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি আছে তা আমাদের রাজারহাট উপজেলাতে ও ওয়ার্ড পযায়ে অব্যাহত থাকবে।
এসময় উপস্তিত ছিলেন, ছিনাই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান বুলু,
রাজারহাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক মোঃ সামিউল ইসলাম,
রাজারহাট সদর আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, নাজিমখান ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ এনামুল হক বিপ্লব, উমর মজিদ ইউনিয়ন যুবলীগ হাফিজ সরকার,জয়নাল হাজারি, জহরুল মন্ডল, জাকির সহ অন্যান্য নেতৃবৃন্দ।