সোমবার , নভেম্বর ১১ ২০২৪
Home / সারা দেশ / ভূরুঙ্গামারীর সোনাহাটে ব্রিজ সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পথচারী

ভূরুঙ্গামারীর সোনাহাটে ব্রিজ সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পথচারী

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বঙ্গ সোনাহাট ইউনিয়নের ব্রিজ
সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।তাই
ব্রিজটি দ্রুত সংস্কার করার দাবী জানিয়েছে স্থানীয়রা। জানা গেছে, উপজেলার সোনাহাট ইউনিয়নের
কলেজ মোড় হতে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদ গামী রাস্তার সোহরাব বেপারির বাড়ি সংলগ্ন
ব্রিজটি সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন ও বিভিন্ন এলাকার পথচারীরা ।
ব্রিজটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ও চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়
লোক জনেরা।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ২০১৭ সালের বন‍্যায় ব্রীজটির এক পাশ নিচের
দিকে ডেবে যাওয়ায় ব্রিজটির মাঝে হাটু পরিমান উচু-নিচু দেখা দেওয়ায় অল্প বৃষ্টিতেই ব্রীজের উপর
কাঁদা পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। এ ব্রিজ দিয়ে সাইকেল,
মোটরসাইকেল ছাড়াও অটোবাইক, ব্যাটারি চালিত রিক্সা,ট্রাক, মাইক্রোবাস ও অন্যান‍্য
যানবাহনসহ প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও
ব্রিজটি সংস্কার না করায় চরম দূর্ভোগে পড়েছে ভূক্তভোগীরা।
স্থানীয়রা অনেক দিন থেকে ব্রিজটি দ্রুত সংস্কার করার দাবী জানিয়ে আসছে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের কাছে ।সোনাহাটের ঐতিহ‍্য বাহী সোনাহাট ডিগ্রি মহাবিদ‍্যালয়, বালিকা বিদ্যালয় , ৩
টি কিন্ডার গার্ডেন, সোনাহাট দুইটি প্রাথমিক বিদ্যালয়,ও দুইটি উচ্চ বিদ্যালয় পাশেই রয়েছে
সরকারি বেসরকারি প্রতিষ্ঠান (এসডিএফ) সোশ‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেন,অগ্রণী
ব‍্যাংক এজেন্ট শাখা,সোনালী ব‍্যাংক,ইসলামী ব‍্যাংক,ব্রাক অফিস,আশা অফিস,আর ডি আর এস,
ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ও অর্ধ কিলোমিটার দুরে সোনাহাট স্থলবন্দরসহ সকল
প্রতিষ্ঠানের সেবা গ্রহীতারাও পরেছে চরম ভোগান্তিতে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সোনাহাট ইউনিয়ন  ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ গোলাম রব্বানির
নেতৃত্বে ঐ এলাকার যুব সমাজের উদ্যোগে তাদের নিজ অর্থায়নে ইট ক্রয় করে ব্রিজটি সংস্করণে
সেচ্ছাশ্রমে কাজ করছে। সেচ্ছাসেবক আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান,আব্দুল হাকিম, জানায়,
আমরা নিজেরা মানুষের দারেদারে ঘুরে কিছু টাকা তুলি এবং নিজেরা কিছু করে টাকা দিয়ে ইট কিনে
ব্রিজটি সংস্কারের কাজ করছি।
১০ নং বঙ্গ সোনাহাট ইউ,পি চেয়ারম‍্যান মোঃ শাহজাহান আলী মোল্লা জানায়, এর আগে ব্রিজটিতে
রাবিশ,বালা দিয়ে সংস্কার করা হয়েছিলো। বর্তমান মাটি না থাকায় ব্রিজটি সংস্কারকাজ করা যাচ্ছে
না। এবং ব্রিজটির স্টীমেট দেওয়া হয়েছে, ২ থেকে ৩ মাসের মধ‍্যে ব্রিজটির কাজ শুরু করা হবে।
এব্যাপারে বুধবার(২২ জুলাই) উপজেলা প্রকৌশলী(এলজিইডি) এন্তাজুর রহমান এর সাথে কথা বললে
জানায়, ব্রিজটির কাজ খুব অল্প সময়ের মধ‍্যে শুরু করা হবে।

About admin

Check Also

চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রত্যাশা প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,  ” শিশুর শৈশবকে রক্ষা করি, ভালোবাসায় ও যত্নে গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে …

চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন, কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার …

কাউনিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে খাদ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *