রবিবার , অক্টোবর ২৭ ২০২৪
Home / স্বাস্থ্য / স্বাস্থ্যের নতুন ডিজি ডা. আবুল বাশার

স্বাস্থ্যের নতুন ডিজি ডা. আবুল বাশার

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জানা গেছে। 

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক।

স্বাস্থ্য অধিদপ্তরকে দুই ভাগ করে চিকিৎসা শিক্ষা বিভাগের জন্য আলাদা অধিদপ্তর করে সরকার। ২০১৯ সালে ২৪ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর’ গঠন করে আদেশ জারি করা হয়। এপরে ওই বছরই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তাদের কার্যক্রম শুরু করে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সরকারি-বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান নিশ্চিত করতে এই অধিদপ্তর গঠন করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত সব প্রতিষ্ঠানের একাডেমিক, প্রশাসনিক, উন্নয়ন ও গবেষণার বিষয়গুলো দেখভাল করে এই অধিদপ্তর।

About admin

Check Also

চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে ১ জনের মৃত্যু

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামের এক …

কাউনিয়ার মোস্তাফিজুরের বাঁচার আকুতি

কাউনিয়া( রংপুর)আব্দুল কুদ্দুছ বসুনিয়া : কাউনিয়ার মোস্তাফিজুর রহমান (৩৫) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রায় দেড়বছর …

কুড়িগ্রামে এক দফা দাবিতে নার্সদের পতাকা মিছিল

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *