মজিবর রহমান নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামে নাগেশ্বরীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান’র অায়োজনে উপজেলা অাওয়ামীলীগ সভাপতি অালহাজ্ব অধ্যক্ষ মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক উপজেলা অাওয়ামীলীগ লিটন চৌধুরীর সঞ্চালনায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অালোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অালহাজ্ব অধ্যক্ষ মোজাম্মেল হক প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর অাহম্মেদমাছুম, সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, জেলা পরিষদের সদস্য নাজমুল হুদা লাল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিমু ও উপজেলার সকল মুক্তযোদ্ধা প্রমুখ।
আলোচনা সভায় বাংলাদেশ সৃষ্ঠিতে বঙ্গবন্ধুর অবদান, ঐতিহ্য, দেশপ্রেমের গৌরবময় ইতিহাস এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সদস্যদের শাহাদৎ বরণের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনু্ষ্ঠিত হয়।-