কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠানে বিতর্কীত এক ব্যক্তিকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ উত্তেজনা ও হট্রগোলের ঘটনা ঘটেছে।
জানাগেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, বিগত ২০১৭ সালে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী,ভুরুঙ্গামারী,ফুলবাড়ী ও উলিপুর সহ মোট চারটি উপজেলার সভপতি নির্বাচিত হয় ওসমান গণি। সে সময় তার একক ক্ষমতাবলে ভূঁয়া মুক্তিযোদ্ধা সহ রাজাকার অাল বদরদেরকেও মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। ঘটনার বিষয় সে সময়ে ইন্ডিপেনডেন্ট টিভির তালাশ সহ দৈনিক জাতীয় একাধিক পত্র-পত্রিকায় ওসমান গণি’র ব্যাপক দুর্নীতি অনিয়মের চিত্র প্রকাশিত হয়েছে। ঘটনার পর পরেই জাতীয়ভাবে উক্ত তালিকা যাচাই বাছাই করা থেকে স্থগিত করে তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল।
উল্লেখ্য যে নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান কর্তৃক উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের অামন্ত্রন জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিনা অামন্ত্রনে বিতর্কীত ব্যক্তি ওসমান গণি উপস্থিত হলে মুক্তি যোদ্ধাদের মাঝে ক্ষোভ ও উত্তেজনার এক পর্যায়ে হট্রগোল সৃষ্টি হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে ওসমান গণি অনুষ্ঠান স্থল ত্যাগ করতে বাধ্য হয়।
এ ব্যাপারে ওসমান গণির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। মোঃ মজিবর রহমান নাগেশ্বরী