মানিকগঞ্জ প্রতিনিধি
“মাদক ছারি খেলা ধরি সুস্থভাবে জীবন গড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ,
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর ইয়থ ক্লাবের উদ্যোগে মরহুম আজিজুর রহমান কালু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে জুলাই শুক্রবার বিকেলে সিংজুরী ইউনিয়নের বৈকন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা অনুষ্ঠিত হয়েছে । নকিববাড়ি অঞ্জলি একাদশ ক্লাবকে ২-১ গোলে হারিয়ে বালিয়াবাধা সবুজ সংঘ ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে ।
সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠু এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিদুর রহমান (সূর্য )মিয়া,
মোঃ আঃ ছত্তার, বীর মুক্তিযোদ্ধা ,বদর উদ্দিন (ডাক্তার) বীর মুক্তিযোদ্ধা ,মোঃ আমজাদ হোসেন মাস্টার, মোঃ আঃ রাজ্জাক , মোঃ কাজী নজরুল ইসলাম, মোঃ বিল্টু মিয়া ,মোঃ তানজিল মিয়া , মোঃ আলমগীর হোসেন , মোঃ মোহন ,মোঃ মহিদুর রহমান (মহির )সিংজুরী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য , মোঃ মোতালেব , মোঃ কাজল মিয়া ,মোঃ কলিমুদ্দিন ,মোঃ নাজিম উদ্দিন। খেলা দেখার জন্য মানিকগঞ্জ জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসে খেলা উপভোগ করেন।