আলমগীর হোসাইন,
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী ফকিরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) ফকিরের হাট প্রভাতী সংঘ’র আয়োজনে এই খেলার উদ্বোধন করা হয়।
চিলমারী উপজেলার ফকিরের হাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর উপজেলার লাইজু কিটস একাডেমি চিলমারীর ফকিরের হাট প্রভাতী সংঘ দলকে ১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়।
উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের তিন তিনবারের সফল ইউ,পি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু,চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, সাংবাদিক আলমগীর হোসাইন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউ,পি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ইউ,পি সদস্য মোঃ মোনায়েম সরদার প্রমূখ।