আলমগীর হোসাইন,
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৩নং থানাহাট ইউনিয়নে ডিজিটাল তথ্যসেবা সংযুক্তি হোল্ডিং নম্বর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাটিকাটায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন’র বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের নীতিমালা অনুযায়ী প্রথম পর্যায়ে ডিজিটাল তথ্য সেবা সংযুক্ত হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোক্তার আলী, সাংবাদিক আলমগীর হোসাইন, হাবিবুর রহমান, ও আক্তারুজ্জামান আসিফ প্রমূখ।
ডিজিটাল তথ্য সেবা হোল্ডিং নম্বর প্লেট সরকারি তথ্য অনুযায়ী ডিজিটাল করনে সাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সংরক্ষণ করতে সরকার এ-উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্টরা।