আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্র লীগ সারাই ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্র লীগের সভাপতি হোমায়রা ইসলাম চাঁদনী ও যুগ্ম আহবায়ক জামিল হোসাইন স্বাক্ষরিত দলীয় প্যাডে উপজেলার ১নং সারাই ইউনিয়ন ছাত্র লীগের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এতে জসিম মিয়া কে সভাপতি, মনি শংকর, আবু সামেদ ইবনে হক সৌরভ, আবির হাসান,সিজান,নাজমুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক আকাশ,আশিক মাহমুদ কে সহ- সভাপতি, মোঃ আখলাক আহম্মেদ কে সাধারণ সম্পাদক, রওনাকুল ইসলাম, মনিবুর ইসলাম নিলয়,রুবেল সিদ্দিক কে যুগ্ম সম্পাদক, মেহেদী হাসান মুন্না,বিফুল আহম্মেদ, রবিউল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক, আরিফুজ্জামান রিফাত কে প্রচার সম্পাদক, মঞ্জুরুল ইসলাম কে উপ-প্রচার সম্পাদক, হেমাইদুল ইসলাম বাঁধন কে দপ্তর সম্পাদক, নুরী আল জান্নাত তুহিন কে উপ-দপ্তর সম্পাদক, মোছাঃ মদিনা আখতার কে ছাত্রী বিষয়ক সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম, রবিউল ইসলাম(৪নং
ওয়ার্ড)আহসান হাবিব আহাদ, মাহফুজ মিয়া ও রনি মিয়া কে সদস্য করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে । কমিটি ঘোষণার ১৫ দিনের মধ্যে পূনার্ঙ্গ কমিটি প্রস্তুত করে বাংলাদেশ ছাত্র লীগ উপজেলা শাখার আহবায়ক ও যুগ্ন আহবায়কের নিকট জমা দিতে ইউনিয়ন কমিটি কে নির্দেশ প্রদান করা হয়েছে।