শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / বিনোদন / ভালোবাসা দিবসে পলক-অথৈ এর ‘Love Feelings’

ভালোবাসা দিবসে পলক-অথৈ এর ‘Love Feelings’

বিনোদন ডেস্কঃ

এ সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শেখ ফরিদ পলক ও অথৈ সম্প্রতি কাজ করলেন ভালোবাসা দিবসের বিশেষ শর্ট ফিল্মে। ‘Love Feelings’ শিরোনামের এ শর্ট ফিল্মে প্রথমবার জুটিবেঁধে কাজ করেছেন পলক এবং অথৈ।

পলক এন্টারটেনমেন্ট’র ব্যানারে সদ্য নির্মিত ভালোবাসা দিবসের বিশেষ এই শর্ট ফিল্মটির গল্প ও চিত্রনাট্য করেছেন শেখ শান্তা ইসলাম, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন মামুন নুর তুষার। যার ট্রেইলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

গল্প প্রসঙ্গে নির্মাতা তুষার বললেন, ‘আমাদের গল্পটি একটি অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু হলেও দ্রুতই চরিত্র দুটি মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব তৈরি হয় আর সেই বন্ধুত্ব থেকেই ভালোবাসার সৃষ্টি। দুটি চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন পলক ও অথৈ। আশা করছি ভালোবাসা দিবসের শর্ট ফিল্ম হিসেবে দর্শকরা অন্য এক প্রেমের গল্প দেখতে পাবেন।’

‘Love Feelings’ শর্ট ফিল্মে আরও অভিনয় করেছেন আবির আরিয়ান, প্রযোজনা করেছেন শ.ম. সাইফুল ইসলাম, প্রধান সরকারি পরিচালক হিসেবে ছিলেন আহমেদ বাদশা, শর্ট ফিল্মটির গান করেছেন কন্ঠ শিল্পী মি. সালমান ফারছি ও জান্নাতুল ফেরদৌস।

About admin

Check Also

তানজিন তিশার অপেশাদার আচরণের প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে সমবেত হয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার …

প্রিন্ট হোম বিডি’র ব্রান্ড এম্বাসেডর হলেন শেখ ফরিদ পলক

আখিঁ আক্তারঃ গত কাল ২৪ মার্চ, ২০২৩ইং (শুক্রবার) রাজধানী মহাখালীতে প্রিন্ট হোম বিডি’র কার্যালয়ের সেমিনার …

বারবার গায়ে হাত দিলে কোনো সম্পর্কই আর থাকেনা: পরীমণি

বছরের শুরুতেই ভাঙনের খবর শোনালেন নায়িকা পরীমণি। দাম্পত্য কলহের জের ধরে শরিফুল রাজের বাসা থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *