শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / খেলা-ধুলা / বোরহানউদ্দিনে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ এর উদ্বোধন

বোরহানউদ্দিনে আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ এর উদ্বোধন

আব্দুস সোবহান, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

আলী আজম মুকুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে রবিবার বিকেলে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন ঘোষনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর উল্ল্যাহ চৌধুরী, উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান উজ্জামান, পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সরোয়ার শিমুল বাকলাই প্রমূখ সহ জেলা ও উপজেলার ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উদ্বোধনী খেলায় বোরহানউদ্দিন বনাম তজুমদ্দিন উপজেলা একাদশ অংশ গ্রহন করেন। এতে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। এ খেলা দেখার জন্য হাজারো ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন। এ খেলার মধ্যে দিয়ে এ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর শুরু হয়েছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নামে এ খেলার আয়োজন করেন বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থা। এ টুর্নামেন্টে ৬টি উপজেলা অংশ গ্রহন করবেন।

About admin

Check Also

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধি কাউনিয়া (রংপুর) কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সোমবার দুপুরে ৫ …

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর) রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি …

চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন

আলমগীর হোসাইন,  কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *