শুক্রবার , অক্টোবর ৪ ২০২৪
Home / আন্তর্জাতিক / জাপানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

জাপানে আঘাত হানলো শক্তিশালী ভূমিকম্প

জাপানের দক্ষিণাঞ্চলের কিয়ুশু এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) রয়টার্সকে জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ১। পশ্চিমের প্রধান দ্বীপ কিউশুতে মিয়াজাকি থেকে দূরে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, মিয়াজাকিতে ইতিমধ্যেই ৫০ সেমি (২০ ইঞ্চি) পর্যন্ত উচ্চতর তরঙ্গ লক্ষ্য করা গেছে।

দেশটির মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকার ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি পরীক্ষা করছে।

About admin

Check Also

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট কানে …

অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ.কোরিয়ার

উত্তর কোরিয়া কমপক্ষে একটি ‘অজানা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়ে দক্ষিণ কোরিয়ার …

সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা

সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর এবার সৌদি আরবেও ব্যাপক বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *