শুক্রবার , অক্টোবর ৪ ২০২৪
Home / অর্থনীতি / অর্থপাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না: নতুন গভর্নর

অর্থপাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না: নতুন গভর্নর

যে টাকা পাচার হয়ে গেছে তা উদ্ধার করা না গেলেও আইনের ভিত্তিতে পাচারকারীদের দৌড়ের ওপর রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর। তাদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) নতুন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গভর্নর ড. আহসান এইচ মনসুর ।

তিনি বলেন, ”তারা যেন টাকার বালিশে না ঘুমাতে পারেন আমরা এমন ব্যবস্থা করব। টাকা আসুক বা না আসুক তাদেরকে আমরা কষ্টে রাখব। আশা করি, আমরা এটা করতে পারব। আন্তর্জাতিক আইন কিছুটা হলেও এখন সহায়ক আছে, এটাকে ব্যবহার করতেই হবে।”

তিনি আরও  বলেছেন, ‘বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করেছে এবং টাকা পাচার করে, তারা পৃথিবীর কোনও দেশেই সুখে-শান্তিতে ঘুমাতে পারবে না।’ দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনেও তাদের নাজেহাল করা হবে বলে জানান তিনি।

গত মঙ্গলবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।

শেখ হাসিনার সরকারের পতনের পর ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৯ আগস্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রউফ তালুকদার। পরে ড. আহসান এইচ মনসুর নিয়োগ দেয় সরকার।

About admin

Check Also

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মঈন ইউ আহমেদ

রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঘটেছিল …

পাচার হওয়া অর্থ দ্রুত জব্দের আহ্বান টিআইবিসহ ৫ সংস্থার

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত জব্দ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি …

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *