শুক্রবার , অক্টোবর ১১ ২০২৪
Home / রাজনীতি / দুপুরে নয়াপল্টনে সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

দুপুরে নয়াপল্টনে সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে আজ ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে দুপুর আড়াইটায়।

বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা করবেন বিএনপির নেতা-কর্মীরা।

রাজধানীর সমাবেশের প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ আজ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।

About admin

Check Also

কাউনিয়ার সারাই ইউনিয়ন ছাত্র লীগের কমিটি গঠন

আব্দুল কুদ্দুস বসুনিয়া, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র লীগ সারাই ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা …

কাউনিয়ায় জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও রংপুর-৪(কাউনিয়া-পীরগাছা)আসনের জাতীয় পার্টি (লাঙ্গল মার্কার) প্রার্থী …

রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

রেখা মনি, রংপুর ব্যুরোঃ রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গ সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *