কাউনিয়া( রংপুর)আব্দুল কুদ্দুছ বসুনিয়া :
কাউনিয়ার মোস্তাফিজুর রহমান (৩৫) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রায় দেড়বছর ধরে বিনা চিকিৎসায় বাড়িতে শয্যাশায়ী হয়ে পরে আছেন। সে বিত্তবানদের সহায়তা চেয়ে বাঁচার আকুতি জানিয়েছেন।
উপজেলার হারাগাছ পৌর সভার বাংলা বাজার গোল্ডেনের ঘাট এলাকার বাসিন্দা অটোচালক মোস্তাফিজুর রহমান প্রায় দেড় বছর আগে অটো চালনোর সময় সড়ক দূর্ঘটনায় কোমড় থেকে হাঁটু পর্যন্ত হাড় ভেঙ্গে যায়। ডান পায়ে ভাঙ্গা হাড়ে প্লেট পাতি ১৬ টি স্কুরু বসানো হয়। এখন অধিকাংশ স্কুরু খুলে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার অতিদ্রুত রোগী কে অপারেশন করাতে বলেছেন। এ জন্য প্রায় দুই লক্ষ প্রয়োজন। ইতিমধ্যে যে টুকু জমি জমা ছিল তা বিক্রি চলেছে চিকিৎসা। এখন তার কোন উপায় না থাকায় বিত্তবান মানুষের কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহার্য্য কামনা করেছেন। এ নম্বরে
০১৩১৬০৩০০০৬ (বিকাশ, নগদ,রকেট)সাহার্য্য পাঠাতে পারেন।