বুধবার , অক্টোবর ৯ ২০২৪
Home / অর্থনীতি / চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প ১৬ জেলায় আবেদন ৩৫ হাজার

চাহিদার শীর্ষে যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প ১৬ জেলায় আবেদন ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৩ সাল থেকে দেশের ১৬টি জেলায় (ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ) যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


ইতোমধ্যে যে সকল যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণ সম্পন্ন করেছে, তাদের ৭০ শতাংশের বেশি সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোক্তাগণ গত ১ বছরে প্রায় ১১.৫৭ লক্ষ ইউএস ডলার আয় করেছে।
প্রকল্পটি যুব সমাজের মাঝে প্রভূত কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এরই ধারাভিকতায় ৭ম ব্যাচে প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে গত ১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে গত ১৯ শে সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ পর্যন্ত ৩৫ হাজারের বেশি আবেদন পড়ে। যেখানে প্রতি জেলায় ৫০টি আসন করে ১৬টি জেলায় মোট আসন সংখ্যা মাত্র ৮০০ টি। হিসেব করলে দেখা যায় ১টি আসনের বিপরীতে ৪৩ জনের অধিক প্রশিক্ষণার্থী ভর্তির জন্য লড়ছে। ঢাকাতেই ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ১২ হাজার।
রোববার (২২ সেপ্টেম্বর) সকল জেলায় একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরেজমিনে পরীক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। এই পরীক্ষা তদারকি করেন উক্ত ১৬টি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসকের প্রতিনিধি ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
দেশের এই ক্রান্তিলগ্নে সময়োপযোগী এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে দেশের বেকার সমস্যা দূর হবে ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করেন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।

About admin

Check Also

পাচার হওয়া অর্থ দ্রুত জব্দের আহ্বান টিআইবিসহ ৫ সংস্থার

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ও সম্পদ দ্রুত জব্দ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি …

সাবেক আইজিপি মামুন ও শহীদুলকে রিমান্ডে পাঠাল আদালত

সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল মামুন ও সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালত …

২৯৭ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা

রাজধানীর যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার মামলায় ১২ সাংবাদিকসহ ২৯৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *