আলমগীর হোসাইন,
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ অক্টোবর) বিকেলে আসর নামাজের পর উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে থানাহাট পুরাতন বাজার জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, ‘গত আগস্ট মাসে রাসুল (সাঃ) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাঁদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবীকে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের দাবি জানাই।’