বুধবার , নভেম্বর ১৩ ২০২৪
Home / সারা দেশ / বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

বন্যা ও বৃষ্টির প্রভাব কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

আব্দুল কুদ্দুছ বসুনিয়া, বিশেষ প্রতিনিধ কাউনিয়া (রংপুর)

রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ পূর্বে কাউনিয়ায় পাইকারি ও খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ প্রকারভেদে ১২০ থেকে ২০০ দরে বিক্রি হলেও একই মরিচ সোমবার বিক্রি হচ্ছে  ৪০০ টাকা কেজি দরে। মরিচের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের প্রাণ ওষ্ঠাগত।

সরেজমিনে উপজেলার বৃহৎ হাট খানসামা, টেপামধুপুর ও তকিপল বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ না থাকায় বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কাউনিয়ায় অধিকাংশ সবজি আসে স্থানীয় চরাঞ্চল,গাইবান্ধা,  বগুড়া, হিলিসহ বিভিন্ন এলাকা থেকে। পর পর দুই বার বন্যা ও অতিবৃষ্টির কারণে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। এ সুযোগে দাম বাড়িয়েছেন খুচরা বিক্রেতারা। কাঁচা মরিচের দামের ওঠানামার পেছনে টানা বৃষ্টি ও বন্যাকে দুষছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। তকিপল বাজারের আড়ৎদার হাফিজার রহমান জানান, আড়তে কাঁচা মরিচের সরবরাহ না থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে। কাউনিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন তদারকি না থাকায় বাজার নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। এমনিতেই বাজারে ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। তারওপর বন্যা ও টানা বৃষ্টি হওয়ায় বাজারগুলোতে কমেছে পণ্যের সরবরাহ। ফলে বর্তমান সম্পর্কে নিম্ন আয়ের মানুষসহ অধিকাংশ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, বাজারে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

উলিপুরের বজরা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উলিপুর প্রতিনিধি: সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনামূলক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত …

তবকপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আল-আমিন খান লিমন,বিশেষ প্রতিনিধি: সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনামূলক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী …

চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রত্যাশা প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আলমগীর হোসাইন,  ” শিশুর শৈশবকে রক্ষা করি, ভালোবাসায় ও যত্নে গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *