আলমগীর হোসাইন,
কুড়িগ্রামের চিলমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় চিলমারী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাওরাত হোসেন সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ নুর আলম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব সজিব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মাহফুজার রহমান মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাব চিলমারীর সাবেক সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, জনপ্রিয় আই,পি টিভি ৬৯’র চেয়ারম্যান আলমগীর হোসাইন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র চিলমারী উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আলহাজ্ব মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক সাপ্তাহিক যুগের খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস,এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ সাবেদ আলী মন্ডল সবুজ, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মঞ্জুরুল আহসান সরদার, সাংবাদিক হুমায়ুন কবির, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, শরিফের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহুল আমিন প্রমুখ। আলোচনা শেষে ৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ২ হাজার করে টাকা বিতরণ ও কেক কাটা হয়।