আলমগীর হোসাইন,
” শিশুর শৈশবকে রক্ষা করি, ভালোবাসায় ও যত্নে গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রত্যাশা প্রকল্পের আয়োজনে ও কিন্ডার নট হিলফি জার্মানির অর্থায়নে বাল্য বিবাহ ও শিশুশ্রম প্রতিরোধ ক্যাম্পেইন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় সংস্থাটির চিলমারী কার্যালয়ে সংস্থার প্রকল্প ব্যবস্থাপক রাজকুমার মন্ডলের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার আব্দুল মালেক সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, চাইল্ড প্রটেকশন অফিসার পিংকি মিঞ্জি, প্রধান শিক্ষক আলমগীর হোসাইন, প্রেসক্লাব চিলমারীর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সংস্থার শিশু কিশোর শিক্ষার্থীরা।