উলিপুর প্রতিনিধি:
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দিক নির্দেশনামূলক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উলিপুর উপজেলার বজরা এল কে আমিন ডিগ্রী কলেজ মাঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বজরা ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বজরা ইউনিয়ন শাখা’র সাংগঠনিক সম্পাদক মোঃআল-আমিন খান লিমনে’র সঞ্চালনায়,যুবদল বজরা ইউনিয়ন শাখা’র সভাপতি আকবর ওসমান আলী সরকার মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর, উপজেলা শাখার আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর উপজেলা শাখা’র সদস্য সচিব সামীউল ইসলাম শামিম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সাইদুর রহমান টিপু,ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃকাইয়ুম মিয়া, সাধারন সম্পাদক, প্রভাষক সফিকুজ্জামান লিমন প্রমুখ সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।।
এসময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে কোনো মিটিং মিছিল করতে পারেননি তারা। তারপরও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিচ্ছিন্ন হইনি। সকলকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ ধরে রাখার আহ্বান জানান বক্তারা।
এসময় ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক, আবু সাঈদ মাসুম ইউনিয়নের সকল নেতা কর্মীদের মুল্যায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ সহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে আসা সহস্রাধীক নেতাকর্মী বৃন্দ।